স্পোর্টস ডেস্ক:: এ মৌসুমেই সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। এবার তিনি আসতে চান কোচের ভূমিকায়। কোচিং কোর্স করতে চলে গেছেন বিদেশও। ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ার পর জাতীয় দলে ফেরা হয়নি।
ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন, তবে পারফর্ম খুব একটা করতে পারেননি বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টার। ফর্মহীনতা জাতীয় দলে ফেরার দাবিও জানাতে পারেননি। অবশেষে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাস কয়েক আগে। ক্রিকেট ছেড়েছেন, এবার তিনি গড়তে চান আগামির ক্রিকেটার।
লেভেল-৩ কোচিং কোর্স করতে সংযুক্ত আরব-আমিরাতে গেছেন আশরাফুল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আয়োজন করেছে লেভেল-৩ কোচিং কোর্স। আগামি ২৬ মে থেকে শুরু হওয়া এই কোর্সে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন তিনি।
বাংলাদেশের সাবেক ক্রিকেটার, আইসিসির গেম ডেভেপলমেন্ট কর্মরত আমিনুল ইসলামও আশরাফুলকে এই সুযোগ করে দিয়েছেন। এই কোচিং কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকছেন রস টার্নঅর, অ্যালান ক্যাম্পবেল ও ইকবাল সিকান্দার।
কোচিং কোর্স করার বিষয়টি ফেসবুকে নিশ্চিত করে আশরাফুল বলেন,, ‘আমি আবুধাবি যাচ্ছি, ২৬ তারিখ থেকে লেভেল -৩ কোচিং শুরু হবে। আইসিসির অধীনে আবুধাবিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় হচ্ছে এটা। রোজার ঈদের আগে জানতে পারি, লেভেল-৩ কোর্স হবে। ২৫ বছর খেলার অভিজ্ঞতা আর কোচিং ভিন্ন ব্যাপার। একদম শূন্য থেকে শুরু করতে হয়। খেলা আর কোচিংয়ের মোমেন্টাম ভিন্ন। শিখতে যাচ্ছি, ৬ দিনের কোর্স। সবাই দোয়া করবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post