স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটি জিতল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। সেই সঙ্গে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে জিতল এক মৌসুমে ট্রেবল শিরোপা। প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পর এফএ কাপেও শিরোপা উৎসব করে সিটিজেনরা। কোচ পেপ গার্দিওলাও ইতিহাসে নিজের জায়গাটা পাকা করলেন। এই স্প্যানিশ কোচ কার্লো আনচেলত্তি ও জিনেদিন জিদানের পর তৃতীয় কোচ হিসেবে জিতলেন তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
ফাইনাল খেলায় গোল পাননি আর্লিং হালান্ড। সিটির জার্সিতে এই অর্জনের কৃতিত্ব দিয়েছেন কোচ গার্দিওলাকে। তার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। এই ফরোয়ার্ড বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। এমন একটি অর্জন সত্যিই অবিশ্বাস্য। এ জন্য আমি গার্দিওলার কাছে কৃতজ্ঞ। তার কাছে থেকে এত বড় অর্জন আমাকে অনেক বড় অনুপ্রেরণা দেবে। তিনি বিশ্বের সেরা কোচ।’
এই মৌসুমে ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরে হালান্ডই সর্বোচ্চ গোলদাতা। গোল করেছেন ১১ ম্যাচে ১২টি। প্রিমিয়ার লিগে তাঁর গোল ৩৫ ম্যাচে ৩৬টি, যা প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড। তিনি ছাড়িয়ে গেছেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলকে। মৌসুম শেষে তাই লিগের সেরা খেলোয়াড়, সেরা তরুণ খেলোয়াড়, সেরা নবাগত খেলোয়াড়সহ অনেকগুলো পুরস্কার গেছে হালান্ডের হাতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post