নিজস্ব প্রতিবেদকঃ নতুন বছরে জাতীয় দলের জন্য নতুন কোচিং স্টাফ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এর জন্য দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। কোচিং প্যানেলে শূন্যস্থান পূরণে নতুন নিয়োগ দিতে চায় বিসিবি। যার জন্য আগামী ২০ জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে বেশ কয়েকটি পদে।
জাতীয় দলের জন্য ব্যাটিং কোচ চায় বিসিবি। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নিজ দেশে ফিরে গেছেন জেমি সিডন্স। ব্যাটিং পরামর্শক হিসেবে তাকে আর দেখা যাচ্ছে না আপাতত। এদিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিশ্বকাপের পরই চলে যান পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার জায়গায়ও এবার নতুন কোচ নেবে বিসিবি।
শুধুমাত্র ব্যাটিং বা বোলিং কোচ নয়, বিসিবি চায় নতুন ফিজিও। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই পদ ছেড়েছেন নিক লি। তার জায়গায় নতুন কাউকে চায় বোর্ড। যদিও মাঝে গুঞ্জন ছিল, নিক লি’র সাথে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। কিন্তু সেটা হচ্ছে না।
এছাড়া নতুন পারফরম্যান্স অ্যানালিস্টও চেয়েছে বিসিবি। এই পদে বিশ্বকাপ শেষে বাংলাদেশের সাথে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করেন ভারতের শ্রীনিবাস চন্দ্রশেখর। এরপর নিউজিল্যান্ড সফরে অন্তবর্তীকালীনভাবে মহসিন শেখকে নিয়োগ দেয়। শোনা গিয়েছিল, ভালো কাজ করলে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে মহসিনকে। তবে এবার সেই পদে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।
এদিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় স্পিন বোলিং কোচ ও ফিল্ডিং কোচের পদও খালি। তবে সেই জায়গায় পুরোনোদের সাথেই দেন দরবার চলছে বোর্ডের। স্পিন কোচ হিসেবে রঙ্গনা হেরাথ ফিরতে পারেন আবারও, একইসাথে ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডরমটকেই দেখা যেতে পারে। যদিও বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার পরই নিশ্চিত হওয়া যাবে। তবে প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাস থাকছেন আগের মতোই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post