স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর এবার প্রধান কোচকে বিদায় করে দিচ্ছে পিএসজি। ফরাসি দৈনিক লে প্যারিসিয়েন জানিয়েছে, ক্রিস্তোফার গালতিয়েরকে সরিয়ে দিচ্ছে ফ্রেঞ্চ জায়ান্টরা। বিষয়টি ইতোমধ্যে তাকে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ওকাম্পোস জানিয়ে দিয়েছেন।
গালতিয়েরের সাথে পিএসজির চুক্তি ছিল দুই বছরের। প্রথম মৌসুমে ইউরোপীয় লিগে সাফল্য আনতে না পারলেও ফরাসি ক্লাবটির সাথেই থাকার ইচ্ছা ছিল এই কোচের। কিন্তু কয়েকদিন আগেই গুঞ্জন ছড়ায়, পিএসজি আর চাচ্ছে না তাঁকে। আর শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
এদিকে চলতি মৌসুম শেষের পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। সাবেক বার্সেলোনা তারকা মেসি কাতালান ক্লাবে ফেরার পথে রয়েছেন। অন্যদিকে রামোসের ঠিকানা এখনও নিশ্চিত নয়। গণমাধ্যম জানিয়েছে সৌদি প্রো লিগে দেখা যেতে পারে সাবেক এই রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০