স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। ভারতে বিশ্বকাপ শুরুর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দলটি। এরপর বিশ্বকাপের পরে আবারো আসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।
দু’দফায় বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড প্রধান কোচ ছাড়াই। কিউদের প্রধান কোচ গ্যারি স্টিড থাকবেন না বাংলাদেশ সফরে। তার অবর্তমানে বাংলাদেশ সফরে দায়িত্ব পালন করেবন লুক রনকি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশ সফরে তাদের কোচিং প্যানেলে থাকবেন ইয়ান বেল। সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান থাকবেন ব্যাটিং কোচের দায়িত্বে। পাকিস্তানের সাবেক স্পিনার সাকলায়েন মুশতাক আসবেন স্পিন বোলিং কোচ হিসেবে।
বিশ্বকাপের আগ থেকেই ব্যস্ততা বাড়বে কিউদের। বাংলাদেশ ছাড়াও এই সময়ে তারা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। ভারত, বাংলাদেশ ও ইংল্যান্ডে লম্বা সফরে কোচিং স্টাফদের চাপ কমাতেই নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড এনজেডসি এমন উদ্যোগ নিয়েছে।
দেশটির সংবাদ মাধ্যম স্টাফ- এক প্রতিবেদনে এনজেডসির এমন পরিকল্পনা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের আগে প্রধান কোচ স্টিডকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে–পরের এ দুটি সময়েই ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকবেন রনকি।
এসএনপিস্পোর্টসটুয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post