স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের আগে শেষ প্রিমিয়ার লিগে ম্যাচে খেলেন নি ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার ম্যানচেস্টার ইউনাইটেড এই পর্তুগিজ তারকাকে ছাড়াই জিতেছে ২-১ গোলে। কাতারে বিশ্বকাপ শুরুর আগে ম্যান ইউ কোচ এরিক টেন হাগের বিরুদ্ধে বোমা ফাটালেন রোনালদো।
সাক্ষাৎকারে টেন হাগের প্রতি ক্ষোভ ঢেলে দিলেন রোনালদো। পর্তুগীজ এই সুপারস্টার কোনো রাখঢাক না রেখেই বলে দিয়েছেন, ‘ইউনাইটেড কোচ টেন হাগের প্রতি আমার বিন্দুমাত্র সম্মান নেই। কারণ, আমাকেও তিনি সম্মান দেখান না। কেউ আমাকে সম্মান না দিলে আমি তাকে সম্মান দিই না।’
রোনালদো আরো জানান, এখনো ম্যানইউর ভালো চান তিনি। তবে ওল্ড ট্র্যাফোর্ডে সবকিছু সঠিকভাবে হচ্ছে না। রোনালদো বলেন, ‘আমি মনে করি সমর্থকদের সত্য জানা প্রয়োজন। আমি ক্লাবের জন্য সেরাটা দিতে চাই এজন্য আমি এখানে এসেছি।’
ইউনাইটেড তার সঙ্গে বিশ্বাঘাতকতা করেছে জানিয়ে বিবৃতিতে রোনালদো বলেন, ম্যান ইউনাইটেড দ্বারা আমি বিশ্বাসঘাতকতা অনুভব করছি। তারা আমাকে জোর করে আউট করার চেষ্টা করেছিল। শুধু ম্যানেজারই নয়, বরং ক্লাবের আশেপাশে থাকা অন্যান্য ছেলেরাও। আমি বিশ্বাসঘাতকতা অনুভব করেছি। আমার মনে হয় কিছু মানুষ আমাকে ম্যানচেস্টার ইউনাইটেডে চায় নি, শুধু এই বছর নয় গত সিজনেও।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০