স্পোর্টস ডেস্ক:: কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোচহীন ব্রাজিল দল। নেইমার-ভিনিসিউস জুনিয়দের কোচের সন্ধান করছে ব্রাজিল। অর্ন্তবর্তীকালীন কোচ হিসেবে র্যামন মেনেজেস কাজ চালিয়েছেন সবশেষ ফিফা প্রীতি ম্যাচে। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে হেরেছে ব্রাজিল।
আগামি মাসেই ব্রাজিলের দু’টি ফিফা প্রীতি ম্যাচ আছে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এই দুই ম্যাচের আগেই কোচ নিয়োগ চূড়ান্ত করতে চান। ভিনিসিউস জুনিয়ররা নতুন কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তিকে চান। ব্রাজিলের ফুটবল কর্তারাও কার্লোকে কোচ হিসেবে পছন্দ করেছেন।
তবে কার্লো আনচেলত্তি এখনো তার সিদ্ধান্ত জানাননি। তিনি এখনো রিয়ালের কোচ। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সম্প্রতি স্পেনে গিয়ে কথা বলেছেন কার্লো আনচেলত্তির সঙ্গে। আগামি ২৫ মের মধ্যে তাকে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। তিনি যদি ব্রাজিলের কোচ হতে চান, হবে এই সময় সীমার মধ্যেই সম্মতি দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে কার্লো আনচেলত্তি কোনো সিদ্ধান্ত না জানালে ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ বিকল্প পথে এগুবে। ভিন্ন কোচ নিয়োগ করবে দলটি। সেক্ষেত্রে হোর্হে জেসুস, ফার্নান্দো দিনিজ ও অ্যাবেল ফেরেইরা আছেন আলোচনায়।
গ্লোব স্পোর্টস জানিয়েছে, ব্রাজিল কার্লো আনচেলত্তি আপাতত তিন বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিতে চায়। তবে রিয়ালের কোচ এখনো ক্লাবের হয়ে কাজ করার পক্ষেই আছেন। যার কাণে তাকে সিদ্ধান্ত জানাতে আগামি ২৫ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০