স্পোর্টস ডেস্ক:: ক্রিকেটার সংকটে বিশ্বকাপের অফিসিয়ালি প্রস্তুুতি ম্যাচে খেলতে হয়েছিলো অস্ট্রেলিয়ার কোচ-নির্বাচকদের। এই ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা হলেও অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বলছেন এমন ঘটনা স্বাভাবিক।
অজি অধিনায়কের কাছে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের পরিবার। বিশ্বকাপের আগে পরিবারকে সময় দেওয়ার বিষয়টি তার কাছে ইতিবাচকই। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডের ৯জন সদস্য আইপিএলে ব্যস্ত ছিলেন।
আইপিএল শেষ করে নিজেদের পরিবারকে কিছুটা সময় দিতে ছুটি পান তারা। কিন্তুু এই সময়ে অজিদের দু’টি প্রস্তুুতি ম্যাচ ছিলো। ফলে ক্রিকেটার সংকটে পড়ে সাবেক চ্যাম্পিয়নরা। বাধ্য হয়ে তাই দলটির কোচ-নির্বাচকেরা মাঠে নেমে পড়েন। হেড কোচ আন্ড্রে ম্যাকডোনাল্ড, ব্যাটিং কোচ ব্র্যাড হগ, ফিল্ডিং কোচ আন্দ্রে বোরোভেক এমনকি নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন নির্বাচক জর্জ বেইলিও।
অস্ট্রেলিয়ার অধিনায় মিচেল মার্শ সংবাদ সম্মেলনে কোচ-নির্বাচকদের খেলাকে স্বাভাবিক আখ্যায়িত করে বলেন, ‘আমার জন্য, এটা খুবই সহজ ব্যাপার। আমরা পরিবারে সময় দেওয়াকে গুরুত্ব দেই। তারা আইপিএলে ছিল, যেটি বিশ্বকাপের জন্য দারুণ প্রস্তুতি। এরপর হ্যাঁ, তার পরিবারকে দেখা ও এক বা দুই রাতের জন্য নিজের বিছানায় ঘুমানো গুরুত্বপূর্ণ ব্যাপার। সবমিলিয়ে বললে, আমরা সবাই এর মধ্যে দিয়ে গেছি আর এটা সত্যিই সহজ ব্যাপার।’
প্রথম ম্যাচের আগে সবাই দলের সঙ্গে যোগ দেবেন জানিয়ে মার্শ বলেন, ‘এখনও স্টার্ক ও ম্যাক্সওয়েল এসে যোগ দেয়নি, আজকে সকালে তারা আসবে। এরপর আমরা সবাই এখানেই থাকবো। আমার মনে হয় ঘরের ভেতরে কয়েকটা দিন থাকা দল হিসেবে ও ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া থেকে এখানে আসতেও সময় লাগে, এটাও একটা বাড়তি চ্যালেঞ্জ। কিন্তু ৫ তারিখের ম্যাচের জন্য তারা তৈরি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post