স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নামিবিয়াকে হারাল অস্ট্রেলিয়া। মঙ্গলবার রাতে নিজেদের সেরা একাদশ নিয়ে খেলতে পারে নি অজিরা। আইপিএলের কারণে বিশ্বকাপের স্কোয়াডের একাধিক ক্রিকেটারকে ছুটি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই নামিবিয়া ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে খেলেছেন দলটি কোচ-নির্বাচকরা!
প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি এবং ফিল্ডিং কোচ আন্দ্রে বোরোভেচ নেমেছিলেন মাঠে। দলের হয়ে বেশ কয়েক ওভার খেলেছিলেন দুজনেই। অধিনায়ক মিচেল মার্শ ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিতেই মাঠে নামেন তারা দুজন। তাদেরকে দেখা গিয়েছে হাসিমুখে ফিল্ডিং করতে। দুজনে ক্যাচও নিয়েছেন দলের হয়ে।
এছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ ব্র্যাড হজ এবং হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড যোগ দেন দলের সঙ্গে। সেইসময় মাঠ থেকে উঠে গিয়েছিলেন অধিনায়ক মিচেল মার্শ এবং বোলার জশ হ্যাজেলউড। নিয়মিত ক্রিকেটারদের ছাড়া খেলতে নেমেও জয় পেতে কোনো সমস্যাই হয়নি অস্ট্রেলিয়ার। বল হাতে প্রতিপক্ষ নামিবিয়াকে ১১৯ রানেই আটকে ফেলে অজিরা। পরবর্তীতে ব্যাট হাতে ডেভিড ওয়ার্নারের এক ফিফটিতেই রাস্তা সহজ হয়ে যায় অস্ট্রেলিয়ার জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post