কোচ বরখাস্ত করল পিএসজি

0
107

স্পোর্টস ডেস্কঃ কোচ ক্রিস্তোফার গালতিয়েরকে বরখাস্ত করল পিএসজি। এক বিবৃতিতে বুধবার ফরাসি এই কোচের সাথে সম্পর্ক ছিন্ন করার খবর নিশ্চিত করে প্যারিসের দলটি। চুক্তি অনুযায়ী আরও এক বছর পিএসজিতে থাকার কথা ছিল গালতিয়েরের। কিন্তু এর আগেই চাকরি হারালেন তিনি।

গালতিয়েরের অধীনে ২০২২-২৩ মৌসুমে রেকর্ড ১১তম লিগ ওয়ান শিরোপা জেতে পিএসজি। তবে চ্যাম্পিয়ন্স লিগে দলটির পথচলা থেমে যায় শেষ ষোলোতেই। এরপর থেকেই সমর্থকদের রোষানলে পড়েন সাবেক এই লিল কোচ। এবার চাকরি হারালেন মেয়াদ থাকা অবস্থায়। এদিকে নতুন কোচের সন্ধানে রয়েছে পিএসজি।

সাবেক ডিফেন্ডার ৫৬ বছর বয়সী গালতিয়ে খেলোয়াড়ি জীবনে বড় কোনো তারকা ছিলেন না। তবে কোচ হিসেবে ফরাসি ফুটবলে নিজের ছাপ রেখেছেন কিছুটা। কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি সহকারী কোচ হিসেবে। ১৯৯৯ থেকে ২০০৯ পর্যন্ত বেশ কয়েকটি ক্লাবে এই দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে সেইন্ত এতিয়েনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান তিনি।

তার কোচিংয়ে এতিয়েন ৩২ বছরের শিরোপা খরা কাটায় ২০১৩ সালে ফরাসি লিগ কাপ জিতে। তাদের ফেরান ইউরোপিয়ান প্রতিযোগিতায়। এরপর ২০১৭ সালে তিনি দায়িত্ব নেন লিলের। তার হাত ধরে বদলে যায় দলটি।২০১৯ সালে লিগ ওয়ানে রানার্সআপ হয় লিল। পরের বছর তারা লিগ শেষ করে চতুর্থ স্থানে থেকে। ২০২১ সালে করে বাজিমাত, পিএসজিকে পেছনে ফেলে তারা জিতে নেয় লিগ শিরোপা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here