স্পোর্টস ডেস্কঃ বরখাস্ত করা হয়েছে জোসে মরিনহোকে। রোমা আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি। বাজে পারফরম্যান্সের কারণে মরিনহোসহ তার পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করেছে ইতালিয়ান ক্লাবটি।
রোমার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘ক্লাবে আসার পর থেকে তার আগ্রহ এবং প্রচেষ্টার জন্য আমরা রোমার সকলের পক্ষ থেকে জোসেকে ধন্যবাদ দিতে চাই। আমরা জোসে এবং তার সহকারীদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাচ্ছি।’
ক্লাবটির পক্ষ থেকে একইসাথে বলা হয় দলের ভালোর জন্যই বরখাস্ত করা হয়েছে মরিনহোকে। মূলত সিরি আ’তে খুব একটা সুবিধা করতে পারছে না রোমা। বর্তমানে ২০ ম্যাচ খেলে মাত্র ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে দলটি। শেষ তিন ম্যাচের একটিতেও জয় পায়নি রোমা। এর আগে গেল দুই মৌসুমে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে থেকে শেষ করেছে ক্লাবটি।
পর্তুগিজ কোচ মরিনহোকে ছাঁটাই করার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার নতুন কোচের নাম ঘোষণা করেছে রোমা। চলতি মৌসুমে ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দলটি। সেরিঅ্যা’য় সবশেষ পাঁচ রাউন্ডে তাদের প্রাপ্তি কেবল ৪ পয়েন্ট। এর মধ্যে গত তিন ম্যাচে নেই জয়ের দেখা। আবার গত সপ্তাহে নগর প্রতিদ্বন্দ্বী লাৎসিওর বিপক্ষে হেরে ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে তারা। ফলে চাকরি হারাতে হয়েছে মরিনহোকে।
এদিকে নতুন কোচ হিসেবে ৪০ বছর বয়সী দে রস্সিকে বেছে নিয়েছে রোমা। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এই দায়িত্বে থাকবেন ইতালির সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় (২০০১-২০১৯) রোমাতেই খেলেন দে রস্সি। পুরোনো ঠিকানায় এবার নতুন পরিচয়ে ফিরলেন তিনি। তার সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ; চলতি লিগে ২০ ম্যাচ খেলে মাত্র আটটিতে জিততে পেরেছে রোমা। ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আছে নবম স্থানে; শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post