স্পোর্টস ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ক্রিকেটার তাওহীদ হৃদয়। লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে এখন দেশের বাইরে আছেন এই ক্রিকেটার। তার বিশ্ববিদ্যালয় এখন রক্তাক্ত। কোটা আন্দোলনকারীদের দমনে ছাত্রলীগ হামলা চালিয়েছে ঢাবি শিক্ষার্থীদের উপর।
দেশের বাইরে থাকা তাওহীদ হৃদয়ের চোখ এড়ায়নি রক্তাক্ত ক্যাম্পাসের ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই আকুতি জানিয়েছেন, তার প্রিয় বিশ্ববিদ্যালয়ে আর রক্তাক্ত হোক, সেটা তিনি চান না।
কোটা আন্দোলন এবং আন্দোলনকারীদের উপর হামলা হচ্ছে। তিনি সব কিছু থেকে দূরে আছেন, তাই অনেক কিছুই দেখা হচ্ছে না বলেও মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট। তাওহীদ হৃদয় তার পোস্টে লেখেন, সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি….
আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক💔
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার ওই পোস্টের এক ঘন্টাও হয়নি। তার আগেই ৮৫ হাজার মানুষ লাইক মেরেছেন। শেয়ার দিয়েছে ৪ হাজার ৭শ জন। কমেন্ট করেছেন ৬ হাজার ৭শ জনে।
এদিকে কোটা আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন পেসার শরিফুল ইসলামও। তিনি লঙ্কা দ্বীপে আছেন এলপিএল খেলতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শরিফুল জানিয়েছেন, তিনি একজন ক্রিকেটার হলেও তিনি ছাত্র। আর কোনো ছাত্রের রক্ত ঝরুক সেটা তিনি চান না।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লেখেন- আসসালামু আলাইকুম
আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক 💔💔
এক ঘন্টায় শরিফুলের পোস্টে লাইক মেরেছেন ৬৩ হাজারের বেশি মানুষ। শেয়ার দিয়েছেন ২ হাজার ৮শ জনে। কমেন্ট করেছেন পাঁচ হাজারের বেশি মানুষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post