স্পোর্টস ডেস্ক:: কোটা আন্দোলনে নিহতদের শহীদ উপাধি দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, রুদ্রদের ছবি যুক্ত শোকের ব্যানার টানিয়েছে বোর্ড।
বিসিবির সদর দপ্তরে শোক ব্যানারে নিহতদের অনেকের ছবি দিয়ে তাদেরকে শহীদ উপাধি দিয়েছে বিসিবি। সরকার পতনের কোটা বিরোধী আন্দোলনে সর্বপ্রথম নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর কয়েক শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এই আন্দোলনে্
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহবুবুর রহমান মুগ্ধদের তালিকা ক্রমেই লম্বা হয়েছে। নিহতদের তালিকা থেকে বাদ যায়নি নিরীহ শিশুরাও।
আজ ৭ আগস্ট বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে পুলিশের গুলিতে নিহত হওয়া বেশ কয়েকজনের ছবি সংবলিত একটি ব্যানার টানানো হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০