স্পোর্টস ডেস্ক: কোটি টাকা খরচ করে সম্ভাবনাময় হকি দল গিয়েছিল ইউরোপে ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচ খেলতে উপলক্ষ্যে এএইচপি পঞ্চম এশিয়ান রাউন্ডে চ্যাম্পিয়ান হওয়া।
প্রস্তুতি খারাপ হয় নি হকি দলের, বেশির ভাগ খেলোয়াড়ই ক্যাম্প করেছেন জার্মানির অাঞ্চলিক কিছু হকি দলের সঙ্গে।
শেষ মূর্হতে যোগ দিয়েছিল আরো কয়েকজন, উদ্দেশ্যে প্রস্তুতি ম্যাচ খেলা।
পোলেন্ডের বিপক্ষে ৪ প্রস্তুতি ম্যাচের একটিতেও য় পায়নি তারা। তবে প্রতিরোধ গড়েছিল চয়নরা। যার দুটি ছিল ড্র।
অস্ট্রিয়ায় খেলা ৩ প্রস্তুতি ম্যাচের একটিতে ৪-০ তে পরাজয়। বাকি দুই ম্যাচ ছিল সমীহ জাগানো, যার একটি আবার ২-২ গোলে ড্র।
তবে ইউরো সফরে মোট ৭ টি প্রস্তুতি ম্যাচ খেললে জয়ের মুখ দেখে নি বাংলাদেশ।
৪ হারের বিপরীতে (৩) ড্র। ১৪ গোল হজমের বিপরীতে দিতে পেরেছে ৭ টি।
তবে, অাশা জাগানো হচ্ছে ইউরোপের সেই দলগুলোর চেয়ে এশিয়ান বাছাইয়ে আমাদের প্রতিপক্ষরা অনেক পিছিয়ে। তাই সম্ভাবনা রয়েছে অনেক।
তবে, কোটি টাকার হকি দলের খেলোয়াড়দের বিরুদ্ধে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। মিডিয়ার সঙ্গে কথা বলার ব্যাপারে তারা রয়েছেন সর্তক।
তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে বার্তা পাঠালো, আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করেছেন তারা, দলের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি নন খেলোয়াড়রা।