স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হয়েছে ভারত বিশ্বকাপে ধর্মশালা পর্ব। হিমাচল প্রদেশ ক্রিকেটে এসোসিয়েশনের এই মাঠে চলতি বিশ্বকাপে ৫ ম্যাচ হবে। তবে প্রথম ম্যাচ শেষ হতেই ধর্মশালার আউটফিল্ড নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
গত শনিবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ধারাভাষ্যকারদের কণ্ঠে বারবার উঠে আসে ধর্মশালার আউটফিল্ডের দুরবস্থার কথা। ম্যাচে বাউন্ডারি ঠেকাতে গিয়ে আফগান স্পিনার মুজিব উর রহমানের হাঁটু আটকে গিয়েছিল মাটিতে। বড় ইনজুরির হাত থেকে বেঁচে গিয়েছিল আফগান এই স্পিনার।
এই বিষয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। আগামীকাল ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সোমবার সংবাদ সম্মেলনে হেরাথ জানান, কোনো টুর্নামেন্টের শুরুতেই এমন আউটফিল্ড দেখেন নি তিনি।
আজ গণমাধ্যমের সাথে আকাপকালে হেরাথ বলেন, ‘অবশ্যই শুরু থেকেই এমন দেখিনি। কখনো কখনো বৃষ্টি বা তেমন কোনো কারণে এ ধরনের আউটফিল্ড দেখা যায়। যদি আপনি এ ক্ষেত্রে শতভাগ না পান, যদি (শুধু) আন্তর্জাতিক মানের মাঠই পান, তবে তা নিয়ে কেন অভিযোগ করবেন? আমি তাই এটা নিয়ে ভাবছি না। যদি এটা আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য উপযোগী হয়, তবে আমি এ সিদ্ধান্ত নিয়ে খুশি।’
শ্রীলঙ্কান এই কোচ আরও বলেন, ‘আমরা জানি, আউটফিল্ড কীভাবে কাজ করে। আমাদের আউটফিল্ডের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে হবে। আমরা আফগানিস্তানের বিপক্ষে বেশ ভালো শুরু পেয়েছি। আমাদের উচিত এই মানসিকতা ধরে রেখে এগিয়ে যাওয়া। আমি মনে করি, আইসিসি এটা নিয়ে অনেক কাজ করেছে। আমার মনে হয়, তারা মনে করেছে যে মান বজায় রাখা হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post