নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। রোববারের ফাইনালে টস ভাগ্য গেল প্যাট কামিন্সের পক্ষে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। এদিকে এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনে নি দুদল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।
ফাইনালে এবারের বিশ্বকাপের সবচেয়ে সফল ও অপ্রতিরোধ্য ভারতের সামনে বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। ষষ্ঠ বিশ্বকাপ জেতার সুযোগ অস্ট্রেলিয়ার সামনে, আর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত নামছে ২০০৩ বিশ্বকাপের শোধ নেওয়ার আশায়। প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শকের মাঠে আগে ব্যাট করবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
এদিকে সেমিফাইনাল জেতা একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত-অস্ট্রেলিয়া। ছয় ব্যাটারের সঙ্গে পাঁচ বোলারের কম্বিনেশনেই নামছে ভারত। অস্ট্রেলিয়া দলে চার বিশেষজ্ঞ বোলারের সঙ্গে আছেন দুই ব্যাটিং অলরাউন্ডার। প্রসঙ্গত সর্বশেষ ৩টি ফাইনালই জিতেছে পরে ব্যাটিং করা দল। ২০১৯ সালে ম্যাচ ও সুপার ওভার টাই হওয়ার পর জেতে ইংল্যান্ড।
ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।
Discussion about this post