স্পোর্টস ডেস্কঃ ভারতীয় বোলারদের দারুণ বোলিংয়ে চাপে পড়া বাংলাদেশের হাল ধরতে পারলেন না তাওহিদ হৃদয়। ফিরেছেন মন্থর ইনিংস খেলে। যে ইনিংসে নেই কোনো বাউন্ডারি। ১৬ রান করতে ৩৫ বল খেলেন। দলীয় ১৭৯ রানে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। উইকেট এখন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
শার্দুল ঠাকুরের শর্ট লেংথের বলে খেলা শটে কোনো নিয়ন্ত্রণই ছিল না হৃদয়ের। তাতে মুশফিকের সাথে ভাঙল ৪২ রানের জুটি। দ্বিতীয় পাওয়ারপ্লেতে আরেকটি উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ল আরেকটু। শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড উইকেটে গিলের হাতে ক্যাচ দিয়েছেন হৃদয়।
এর আগে ওপেনার তানজিদ হাসান তামিম ৪৩ বলে পাঁচটি চার ও তিন ছক্কার শটে ৫১ রান করেছেন। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ৮ রান করে। মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। এরপর লিটন ৮২ বলে সাত চারে ৬৬ রান করে ফিরেছেন।
Discussion about this post