স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ সকারে আজ জিততে পারল না ইন্টার মায়ামি। রোববার সকালে সেইন্ট লুইস সিটির সঙ্গে ৩–৩ গোলে ড্র করেছে তারা। মায়ামির হয়ে গোল পেয়েছে সাবেক তিন বার্সা ফুটবলার- লিওনেল মেসি, জর্দি আলবা ও লুইস সুয়ারেজ। এর মধ্যে উরুগুইয়ান তারকা সুয়ারেজ প্রতিপক্ষকে একটি গোল উপহার দিয়েছেন! তাতে হারের পথে ছিল মায়ামি। তবে শেষ দিকে ভিএআর বাঁচিয়ে দিয়েছে টাটা মার্তিনোর দলকে।
ম্যাচের পঞ্চদশ মিনিটেই ক্রিস ডার্কিনের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ২৫ মিনিটে মায়ামির পক্ষে সমতা টানা গোলটি করেন মেসি। যা চলতি মৌসুমে মেসির ২৫তম গোল, আমেরিকান প্রতিযোগিতায় এটি সবচেয়ে দ্রুততম। এর আগে ২০১৬ সালে ১৬ ম্যাচে একই সংখ্যক গোল করেছিলেন কার্লোস ভেলা, মেসি সেই রেকর্ড ভাঙলেন ১২ ম্যাচে। ৪১ মিনিটে আবারও পিছিয়ে পড়ে মায়ামি। তবে বিরতির আগেই সেই গোল শোধ করেন সুয়ারেজ।
৬৮তম মিনিটে আত্মঘাতী গোল করে দলকে প্রায় হারিয়েই দিয়েছিলেন সুয়ারেজ। তবে আলবার কল্যাণে গোল পেয়ে ম্যাচে সমতা ফেরায় মায়ামি। শেষমেষ পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে ফ্লোরিডার দলটি। এই জয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে মার্টিনোর শিষ্যরা। এদিকে আজই কোপা আমেরিকার জন্য মায়ামি ছাড়ার কথা রয়েছে মেসির। কোপা আমেরিকার আসর ২০ জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে কোপার প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডর এবং ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে ওয়াশিংটন ডিসিতে মাঠে নামবে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post