স্পোর্টস ডেস্ক:: স্বপ্নের বিশ্বকাপ জেতা হয়েছে। বিশ্ব ফুটবলের কোনো ট্রফিই বাদ যায়নি তার হাতের ছোঁয়া থেকে। বয়স হয়েছে। এবার বুঝি থামারও সময় হয়েছে। আরেকটি কোপার ফাইনালের আগে আর্জেন্টাইন তারকা শেষের আভাস দিয়েছেন।
কানাডার বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর জানিয়েছেন, এগুলো তার ক্যারিয়ারের শেষ দিকের ম্যাচ। বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ‘জানি এগুলো আমার শেষদিকের লড়াই। আমি এগুলো পুরোপুরি উপভোগ করছি। আবার ফাইনালে আসাটা সহজ ছিল না। আমাদের উপভোগ করতে হবে, প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হবে।’
আর্জেন্টিনার বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কোপাও চ্যাম্পিয়ন। এই দলটা যা করছে সেটা পাগলামি মন্তব্য করে লিওনেল মেসি বলেন, ‘এই দলটা যা করেছে, এটা পাগলামী; আর্জেন্টিনা জাতীয় দল যা করছে তাও। এটার পর, অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে ফাইনাল খেলা খেলোয়াড়দের, যারা পুরোনো প্রজন্মের ছিল।’
কোপা আমেরিকা নিয়ে মেসি বলেন, ‘এই কোপা আমেরিকা সহজ ছিল না। বেশ কঠিন, ভারি তাপমাত্রা ছিল। আমরা আরও একটা ফাইনালে উঠেছি, এই ফ্যাক্টটা হাইলাইট হওয়া উচিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post