স্পোর্টস ডেস্ক:: কোপা আমেরিকার ফাইনালকে মাঠের বাইরে উপভোগ্য করে তুলতে আয়োজক কনমেবল কোনো কমতি রাখছে না। এবারের কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।দীর্ঘ ২৫ বছর পর কোপার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া।
আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিল এবারের কোপা থেকে আগেই ছিটকে গেছে। তাই কিছুটা রঙ হারিয়েছে কোপা। ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ চেয়ে ছিলেন সমর্থকেরা। তবে প্রায় আড়াই দশক পর ফাইনালে আসা কলম্বিয়াও যে লড়াই করবে সেটা বলার অপেক্ষা রাখেনা।
কোপারফাইনালে ভক্ত-সমর্থকদের সবাইকে চাঙা রাখতে মেগা কনসার্টের আয়োজন করেছে কনমেবল কর্তৃপক্ষ। কলম্বিয়ার জনপ্রিয় বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরার পারফর্ম রাখা হয়েছে ফাইনালে। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শাকিরার কনসার্টের সময়ও নির্ধারণ করা হয়েছে।
কনমেবল কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচের বিরতিতে হবে কনসার্ট। এতে করে হাফটাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছেন কোপা আমেরিকার আয়োজকেরা।
যদিও ফাইনাল ম্যাচের বিরতিতে এভাবে সময় বাড়ানো নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। অনেকেই বলছেন খেলার ধারাবাহিকতা নষ্ট হবে। তবে কনমেবল তাদের সিদ্ধান্তে অনড়ই আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post