স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকা আয়োজকদের এক হাত নিলেন কানাডা কোচ জেসি মার্শ। এদিকে মাঠের ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সংক্রান্ত সেসব বিতর্ককে এবার আরেকটু উসকে দিলেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসাও। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে আয়োজকদের সমালোচনায় এই কোচ বলেছেন, আয়োজনে পেশাদারিত্বের অভাব ছিল।
কলম্বিয়া ও উরুগুয়ে ম্যাচ শেষে মারামরির ঘটনা নিয়ে বিয়েলসা বলেছেন, ‘আপনি কীভাবে মা, বোন কিংবা সন্তানকে রক্ষা না করে থাকবেন? যদি তারা তা না করত, তবে আমরা সবাই তাদের নিন্দা করতাম। নিষেধাজ্ঞা ফুটবলারদের বিরুদ্ধে নয়, বরং যারা এমনটা করতে বাধ্য করেছে, তাদের বিরুদ্ধে হওয়া উচিত। এটা অপমানজনক।’ এ সময় কলম্বিয়ান দর্শকদের ক্ষমাও চাইতে বলেন তিনি।
এদিকে বিয়েলসার সংবাদ সম্মেলন শেষে সংবাদমাধ্যমের সামনে আসেন কানাডা কোচ। উরুগুয়ের আর্জেন্টাইন কোচের মন্তব্যের সাথে তাল মিলিয়ে তিনি বলেন, ‘আমি (বিয়েলসার সংবাদ সম্মেলন) পুরোটা দেখিনি। তবে কিছু মন্তব্য দেখেছি। কিছু বিষয়ের সঙ্গে আমি একমত। টুর্নামেন্ট আমার কাছে পেশাদার মনে হয়নি। ব্যবস্থাপনায় অনেক সমস্যা ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post