স্পোর্টস ডেস্কঃ অভিজ্ঞ লুই সুয়ারেজকে নিয়েই কোপা আমেরিকার মিশন শুরু করতে যাচ্ছে উরুগুয়ে। ফুটবল বিশ্বের প্রাচীনতম এই প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন উরুগুইয়ানরা। এবারের আসরে তারা পরিস্কার ফেবারিট না হলেও অভিজ্ঞতায় পূর্ণ একটি দল। কোচ মার্সেলো বিয়েসলা অভিজ্ঞদের নিয়েই সাজিয়েছেন স্কোয়াড।
এবারের কোপায় সুয়ারেজের খেলা নিয়ে কিছুটা সংশয় ছিলই। তবে কোচ বিয়েলসা আস্থা রেখেছেন ইন্টার মায়ামি ফরোয়ার্ডের উপর। আসন্ন কোপা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, ‘আমি কোপা আমেরিকায় খেলতে চেয়েছিলাম, কেননা, বিশ্বকাপের ওই কষ্ট আমার মনে গেঁথে আছে। সবকিছু যেভাবে ঘটেছিল, তাতে আমি খুব হতাশ ছিলাম। তবে সময় গড়ানোর সঙ্গে অনুভূতিগুলো কমতে থাকে এবং সবকিছু আরও উপভোগ করতে হবে।’
সুয়ারেজ আরও বলেন, ‘এই প্রজন্মের সাথে কোপা আমেরিকায় অংশ নিতে আমি উন্মুখ। প্রথম জাতীয় দলে ডাক পাওয়ার সময়ের মতো রোমাঞ্চ নিয়ে এবার ডাকের আশায় ছিলাম আমি। জানতাম, দলে জায়গা পাওয়া নিশ্চিত করার জন্য আমার নামটা যথেষ্ট নয়। কোচ যেমন শারীরিক ফিটনেস ও পারফরম্যান্স চান একজন খেলোয়াড়ের কাছ থেকে, সেটা থাকতে হবে। ৩৭ বছর বয়স সত্ত্বেও কেউ কখনই শেখা বন্ধ করে না। আজকের ফরোয়ার্ডদের দেখছি আমি এবং দেখছি সবকিছু কিভাবে বিকশিত হচ্ছে। আমি যে কাজগুলো করিনি, এখন তারা সেটা করছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post