স্পোর্টস ডেস্কঃ প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকালে চিলির মুখোমুখি হয় তারা। এই ম্যাচেও জিতল লিওনেল স্কালোনির দল। চিলি ম্যাচে বদলি নেমে আর্জেন্টাইনদের জয়সূচক গোলটি পাইয়ে দেন লাউতারো মার্টিনেজ। টানা দ্বিতীয় জয় পাওয়া লিওনেল মেসিরা পৌঁছে গেছে শেষ আটে।
আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের ৪৬ বছর পূর্তির দিনে চিলির বিপক্ষে প্রতিশোধও নেওয়া হলো তাদের। নিউ জার্সির এই মাঠেই ২০১৬ কোপা আমেরিকা ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরেছিল আর্জেন্টিনা। সেই হারের পর আর্জেন্টিনার জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে সাত সপ্তাহ পরই সিদ্ধান্ত পাল্টে ফিরেছিলেন জাতীয় দলে। এদিকে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ (১৯৭৮) জয়ের তারিখ ছিল ২৫ জুন। সেই বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে ৩-১ গোলে জিতেছিল আলবেসেলিস্তেরা। স্মরণীয় এই তারিখে মেসি-মার্টিনেজরা সমর্থকদের ভাসালেন জয়ের আনন্দে। নেওয়া হয়ে গেলো প্রতিশোধও!
টানা ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কালোনির দল। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কানাডা। ১ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে চিলি ও পেরু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post