স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকা থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের বিদায়ের দায় নিজের কাঁধেই নিয়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় নিতে হয় চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে। ব্রাজিলের এমন বাজে অবস্থার জন্য ভক্ত-সমর্থকদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। এমন অবস্থায় ক্ষমা চাইলেন ভিনি। সমর্থকদের উদ্দেশ্যে মঙ্গলবার এক বার্তায় তিনি লিখেন, ‘কোপা আমেরিকায় যাত্রা শেষ হয়েছে। এখন সময় ফিরে তাকানোর এবং কীভাবে হার সামলাতে হয়, তা শেখার। হতাশার অনুভূতি আবারও জেঁকে বসেছে। আবারও সেই পেনাল্টিতেই (হার)!’
এদিকে জাতীয় দলকে এখনও অনেক কিছু দেওয়ার সুযোগ আছে ভিনির। তাই আশায় বুক বাঁধছেন তিনি। ২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর গত তিন বড় টুর্নামেন্টে (কোপা ২০২১ ও ২৪ এবং ২০২২ ফিফা বিশ্বকাপ) দলকে ভালো কিছু উপহার দিতে না পারলেও পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো ঐহিত্য ফিরিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। ভিনি বলেন, ‘ভাগ্যক্রমে আমার জাতীয় দলের যাত্রা মাত্রা শুরু। সতীর্থদের সঙ্গে নিয়ে আমার সুযোগ আছে জাতীয় দলকে তার যোগ্য জায়গায় ফিরিয়ে নেওয়ার। আমরা সেরা হয়ে ফিরে আসব।’
গ্রুপ পর্বের ম্যাচে দুই হলুদ কার্ড দেখায় শেষ আটের ম্যাচে খেলতে পারেননি ভিনি। গ্যালারি থেকে অসহায় চোখে দেখতে হয়েছে দলের বিদায়। নিজের ভুলে কার্ড দেখায় ব্রাজিলের বিদায়ের দায়ও নিজের কাঁধেই নিলেন ভিনি, ‘আমি দুটি হলুদ কার্ড দেখেছি, যা এড়ানো যেত। আবারও সাইডলাইনে বসে দলের বিদায় দেখেছি। তবে এবার ভুলটা আমার ছিল। আমি সে জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি জানি, সমালোচনা কীভাবে নিতে হয় এবং বিশ্বাস করুন, সবচেয়ে কঠোর সমালোচনাটুকু নিজের ভেতর থেকে আসে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post