স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র ৭ দিন বাকি। টুর্নামেন্টের মূল পর্বে নামার আগে প্রস্তুতি সারতে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে জয় ছাড়াই মাঠ ছেড়েছে সেলেসাওরা। মেক্সিকোর বিপক্ষে নাটকীয় জয়ের পর এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়াল্ড স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোপা আমেরিকা শুরুর আগে এটাই ছিল ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ। ব্রাজিলের হয়ে গোল পেয়েছেন তাদের নতুন নাম্বার টেন রদ্রিগো গোয়েজ। ১৭ মিনিটে রাফিনিয়ার পাস থেকে বাঁ পায়ের নিচু শটে গোল করেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। এই গোলের ৯ মিনিট পরই সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। মিডফিল্ডার হোয়াও গোমেজ ফাউল করায় ফ্রি কিক পেয়েছিল স্বাগতিকেরা। মানবদেয়ালের নিচ দিয়ে মাটি কামড়ানো এক ফ্রি-কিকে যুক্তরাষ্ট্রকে সমতাসূচক গোলটি এনে দেন এসি মিলান অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিশ্চিয়ান পুলিসিচ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২০ ম্যাচে এটাই ব্রাজিলের প্রথম ড্র। হার কেবল একটি, ১৯৯৮ সালে। বাকি ১৮ ম্যাচেই জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে আজকের ম্যাচে যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট টার্নার আজকের ম্যাচে ১১টি সেভ করেন। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে টিম হাওয়ার্ডের ১৫ সেভের পর যুক্তরাষ্ট্রের কোনো গোলকিপারের এটাই সর্বোচ্চ সেভের নজির। কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। ২৪ জুন কোস্টারিকার মুখোমুখি হয়ে কোপা আমেরিকায় শিরোপা অভিযান শুরু করবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের তিন প্রতিদ্বন্দ্বী যথাক্রমে উরুগুয়ে, পানামা ও বলিভিয়া। ২৩ জুন বলিভিয়ার মুখোমুখি হয়ে কোপা আমেরিকা শুরু করবে যুক্তরাষ্ট্র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post