স্পোর্টস ডেস্ক:: কোপা আমেরিকার নির্ধারিত ৯০ মিনিট ম্যাচ সমতায় থাকলে আর অতিরিক্ত সময়ে গড়াবে না খেলা। গ্রুপ পর্বে নির্ধারিত সময়ে ড্র’তে থাকা ম্যাচগুলো অতিরিক্ত সময়ে পেয়েছে। ৩০ মিনিট থাকতো অতিরিক্ত সময়। ১৫ মিনিট পরে থাকতো বিরতি।
তবে কোয়ার্টারফাইনালে সেই সুযোগ আর থাকছে না। শেষ চারে যাওয়ার লড়াইয়ের ম্যাচগুলো নির্ধারিত সময়ে ‘ড্র’ থাকলে সরাসরি পেনাল্টি শুটআউটে চলে যাবে।
কোপার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শেষ আটের রোমাঞ্চকর পর্ব শুরু হচ্ছে আগামিকাল থেকে। এদিন সকাল ৭টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে ইকুয়েডরের। পরদিন ৬ জুলাই ভেনেজুয়েলার প্রতিপক্ষ কানাডা। ৭ জুলাই সকাল ৭টায় ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। একই দিন ভোর ৬টায় কলম্বিয়ার প্রতিপক্ষ পানামা।
কোয়ার্টারফাইনালের চার ম্যাচ ছাড়াও দুই সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও থাকবে না অতিরিক্ত সময়ে। কোপার আয়োজক কনমেবল কর্তৃপক্ষ বলছে কেবল মাত্র ফাইনালে থাকবে অতিরিক্ত সময়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post