স্পোর্টস ডেস্কঃ আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে লাতিন ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকা। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে কানাডা, পোল্যান্ড ও চিলি। এ টুর্নামেন্ট সামনে রেখে ২৬ জনের চূড়ান্ত দল দিয়েছেন লিওনেল স্কালোনি।
ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রে গারনাচো ও এসি মোনজার ভ্যালেন্তিন কারবোনিও আছেন স্কোয়াডে। দুজনই ইকুয়েডর ও গুয়েতেমালা প্রীতি ম্যাচের দলে ছিলেন। রেড ডেভিলদের হয়ে নজরকাড়া গারনাচো ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি। শুধু এ মৌসুমেই করেছেন ১০ গোল। তবে জাতীয় দলের হয়ে ৫ ম্যাচ খেলেও কোনো গোলের দেখা পাননি তিনি। অন্যদিকে কারবোনি সবশেষ মৌসুমে ক্লাবের হয়ে মোট ৩২ ম্যাচে ২ গোল করেন। ২৯ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ভালেন্তিন ব্রাকো, লিওনার্দো বেলার্দি ও আনহেল কোররেয়া।
আর্জেন্টিনা দল
এমি মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, জের্মান পেজ্জেলা, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যারাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, ডি মারিয়া, ভ্যালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post