স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষে আগামী শুক্রবার (৫ জুলাই) থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার (৩ জুলাই) সকালে মাঠে নেমেছিল চার দল। কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আরেক ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে কোস্টারিকা। এর মধ্য দিয়েই শেষ হলো কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা।
চার গ্রুপ থেকে সেরা দুটি দল জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। যেখানে শুরুতেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে লড়বে সেলেসাওরা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইকুয়েডরের বিপক্ষে। এদিকে কোপা আমেরিকায় নিজেদের অভিষেক আসরে গ্রুপ পর্ব পেরিয়ে আসা কানাডার মুখোমুখি হবে ভেনেজুয়েলা। লাতিন আমেরিকা থেকে কখনও বিশ্বকাপে না খেলা একমাত্র দেশটি টানা তিন জয়ে হয়েছে ‘বি’ গ্রুপ সেরা। টানা ২৬ ম্যাচ ধরে অপরাজিত ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া খেলবে অতিথি দল পানামার বিপক্ষে।
কোয়ার্টার ফাইনাল সূচি
আর্জেন্টিনা-ইকুয়েডর (৫ জুলাই)
ভেনেজুয়েলা-কানাডা (৬ জুলাই)
কলম্বিয়া-পানামা (৭ জুলাই)
উরুগুয়ে-ব্রাজিল (৭ জুলাই)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post