স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকা শেষ হওয়ার দুই সপ্তাহের বেশি সময় পর বুধবার সেরা একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। যেখানে সর্বোচ্চ ৫ জন ফুটবলার জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল থেকে। দ্বিতীয় সর্বোচ্চ দুজন ফুটবলার জায়গা পেয়েছেন রানার্সআপ কলম্বিয়া থেকে।
কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিল দল থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে একাদশে জায়গা পেয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনহা। আক্রমণভাগে এই ব্রাজিলিয়ানের সাথে আছেন আর্জেন্টাইন লিওনেল মেসির সঙ্গে তার সতীর্থ ও ফাইনালের একমাত্র গোলদাতা লাউতারো মার্তিনেস। কলম্বিয়ার হামেস রদ্রিগেসের সঙ্গে মিডফিল্ডে আছেন উরুগুয়ের মানুয়েল উগার্ত ও আর্জেন্টিনার রদ্রিগো দি পল। একাদশের চার ডিফেন্ডার হলেন কানাডার অ্যালিস্টার জনস্টন, কলম্বিয়ার দাভিনসন সানচেস, আর্জেন্টিনার ক্রিস্তিয়ান রোমেরো ও একুয়েডরের পিয়েরো হিনকাপি। একাদশের গোলরক্ষক অনুমিতভাবেই আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস।
২০২৪ কোপা আমেরিকার সেরা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনস্টন (কানাডা), দাভিনসন সানচেস (কলম্বিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা), পিয়েরো হিনকাপি (একুয়েডর), হামেস রদ্রিগেস (কলম্বিয়া), মানুয়েল উগার্ত (উরুগুয়ে), রদ্রিগো দে পল (আর্জেন্টিনা), রাফিনিয়া (ব্রাজিল), লাউতারো মার্তিনেস (আর্জেন্টিনা), লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post