স্পোর্টস ডেস্ক:: রিয়াল মাদ্রিদের জন্য অপেক্ষা করছে বড় এক সপ্তাহ। কোপা দেল রে’র ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। বিগ ম্যাচগুলোর আগে বড় একটা ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। চোটে পড়েছেন দলটির তারকা লুকা মদ্রিচ।
জিরোনার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে লুকা মদ্রিদ চোট পান। দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তি তাই তুলে তেন ক্রোয়েশিয়ার এই তারকাকে। সেই চোট শঙ্কায় ফেলে দিয়েছে তার কোপা দেল’রের ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যাচ।
কার্লো আনচেলত্তি জানিয়েছেন, মদ্রিচের চোটের অবস্থা এখনো অজানা। কোপার ফাইনালের আগে এই তারকা ফিট হবেন কিনা সেটাও নিশ্চিত নয় টিম ম্যানেজম্যান্ট।
সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি বলেন, ‘জিরোনার বিপক্ষে সে চোট পেয়েছে এবং এখন মাঠের বাইরে থাকবে। তার চোটের অবস্থা এখনো অজানা এবং আমরা জানি না সে কোপার ফাইনাল খেলার জন্য ফিট হবে কিনা। এটাই ফুটবল এবং এমনটা হতেই পারে। আশা করি গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলতে সে শিগগিরই সেরে উঠবে।’
তবে শনিবার আলমেরিয়ার বিপক্ষে মাঠে নামা হবে না মদ্রিচের। সেই সঙ্গে মঙ্গলবার রিয়াল সোসিয়েদাদ ম্যাচও তিনি মিস করবেন। ৬ মে কোপা দেল’রের ফাইনালের আগে ফিট হবেন কিনা সেটিই এখন বড় প্রশ্ন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০