স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিল গতবারের ফাইনালিস্ট ইন্টার মিলান। অ্যাথলেটিকোর মাঠে গত রাতে ২-১ গোলে হারে তারা। তাতে দুই লেগ মিলিয়ে ড্র ছিল ম্যাচ। এরপর টাইব্রেকারে বাজিমাত করল দিয়েগো সিমিওনের দল।
আরেক ম্যাচে ঘরের মাঠে পিএসভি আইন্দহোভেনকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে উঠেছে জার্মান বুন্দেসলিগার দল বরুশিয়া ডর্টমুন্ড। দ্বিতীয় লেগে শুরুতে জেডন স্যানচো জার্মান দলটিকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান মার্কো রয়েস।
ইন্টারের হয়ে শট মিস করেন লাউতারো মার্তিনেজ। আর অ্যালেক্সিস সানচেজ ও ডেভি ক্লাসেনের শট আটকে দেন অ্যাথলেটিকো গোলকিপার ইয়ান ওবলাক। বিপরীতে মাদ্রিদের দলটির প্রথম চার শটের তিনটিই জালে গেলে পঞ্চম শটের আগেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে তিনটি পেনাল্টি শুটআউটে জিতল অ্যাথলেটিকো। যে কীর্তি আর কোনো দলের নেই।
এদিকে আরেক ম্যাচে পিএসভির মুখোমুখি হওয়ার আগে ইদুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগ লড়াইয়ে ৮ ম্যাচ অপরাজিত থাকার তকমা ছিল বরুশিয়ার। আত্মবিশ্বাসী স্বাগতিক দল গোলের দেখা পেয়ে যায় ম্যাচের ৩ মিনিটে। হুলিয়ান ব্রান্ডের অ্যাসিস্ট থেকে এ সময় দৃষ্টিনন্দন এক গোল করেন কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলতে আসা স্যানচো। এরপর শেষ মুহূর্তে গিয়ে জালের দেখা পান রয়েস। যোগ করা সময়ে গোল করেন তিনি। তাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় বরুশিয়ার। কোয়ার্টার ফাইনালের ড্র আগামী শুক্রবার। সেদিন জানা যাবে কে কার প্রতিপক্ষ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post