নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গুরুত্বপূর্ণ আর বড় ম্যাচে লড়ছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কোয়ালিফায়ার নিশ্চিত করার ম্যাচে আগে ব্যাট করে যেখানে ৫ উইকেটে ১৭৭ রানের বড় পুঁজি পেয়েছে কুমিল্লা। লিটন দাস ও খুশদিল শাহের ঝড়ো ব্যাটেই বড় রান করতে পেরেছে দলটি। জিততে হলে রংপুরকে করতে হবে এখন ১৭৮ রান।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে লিটন-রিজওয়ানের ব্যাটে ইনিংসের শুরুটা ঝড়ো করে কুমিল্লা। ৫ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি থেকে আসে ৪৩ রান। জীবন পেয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন মোহাম্মদ রিজওয়ান। আউট হওয়ার আগে ২১ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ২৪ রান।
এরপর সুনীল নারাইন টপ অর্ডারে নেমে ঝড়ো কিছুর ইঙ্গিত দিলেও, বেশি সময় টিকতে পারেননি। দুই বাউন্ডারিতে ৩ বলে ৮ রান করে পাওয়ার প্লে’র এক বল বাকি থাকতে ফেরেন প্যাভিলিয়নে। তৃতীয় উইকেটে অধিনায়ক ইমরুল কায়েসকে সাথে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন লিটন। রাকিবুলকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন লিটন। এতে করে মিস করেন ফিফটি। ৩৩ বলে ৩টি করে চার ও ছয়ের মারে ৪৭ রান করে আউট হন এই ওপেনার।
এরপর দ্রুতই বিদায় নেন ২০ বলে ১ ছক্কায় ১৯ রান করা ইমরুল কায়েস। উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়া কুমিল্লার রানের চাকাও ধীর হয়ে যায়। সেখান থেকে ৭২ রানের দারুণ এক জুটি গড়েন জাকের আলি অনিক ও খুশদিল। ইনিংসের শেষ ওভারে গিয়ে ২৩ বলে ৩ ছক্কায় ৩৪ রান করে অনিক ফিরলে, ভাঙে সেই জুটি। এক বল খেলে আন্দ্রে রাসেল কিছুই করতে পারেননি। অপরপ্রান্তে ২০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪০ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন।
রংপুরের হয়ে বল হাতে আজমতউল্লাহ ওমরজাই ২টি উইকেট লাভ করেন। রাকিবুল, রিপন ও হাসান ১টি করে উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা