স্পোর্টস ডেস্কঃ লা লিগার নতুন মৌসুম শুরুর আগেই শেষ হয়ে যেতে পারে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়ার। হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে বেলজিয়ামের এই ফুটবলার। ৩১ বছর বয়সী তারকার বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। শিগগিরই অস্ত্রোপচার করাতে হবে।
কোর্তোয়ার পুরোপুরি সেরে উঠতে আগামী বছরের এপ্রিল লেগে যেতে পারে। এমনকি মৌসুমই শেষ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। নিজেদের ওয়েবসাইটে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা জানিয়েছে, কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার করানো হবে তাঁর।
বৃহস্পতিবার অনুশীলনে হাঁটুর অগ্রভাগের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কোর্তোয়ার। মৌসুমের শুরুতে না থাকায় রিয়াল মাদ্রিদকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে ইউক্রেনের আন্দ্রে লুনিনকে বেছে নিতে হবে। আগামী শনিবার লা লিগায় অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে কার্লো আনচেলত্তির দল।
এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, কোর্তোয়ার চোট তাদের জন্য বড় ধাক্কা। আনচেলত্তি বলেন, ‘মানসিকভাবে গতকাল দিনটি আমাদের জন্য ভালো ছিল না। কিন্তু ফুটবলে এমনটাই হয়। এখন উচিত (থিবো) কোর্তোয়াকে শুভকামনা জানানো, যেন সে শিগগিরই সুস্থ হতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০