স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়েছেন কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস। ৩৭ বছর বয়সেই গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলরক্ষক। গুঞ্জন শোনা গিয়েছিল তিনি কোপা আমেরিকায় খেলবেন। কিন্তু তার আগেই অবসর ঘোষণা করে দিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নাভাস বলেছেন, ‘অম্লমধুর এক অনুভূতি। জাতীয় দলে আমার ক্যারিয়ারের সমাপ্তি এখানেই।’ এখানেই থামেননি নাভাস। পিএসজি থেকে ধারের চুক্তিতে নটিংহাম ফরেস্টে খেলা ৩৭ বছর বয়সী এই গোলকিপার বলেন, ‘আমার জীবনের এই অধ্যায়টা চ্যালেঞ্জে ঠাসা ছিল, অনেক হার আর জয়ের সমন্বয়। সবকিছুর ইতি হলো।’
রিয়ালের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা নাভাস নিজের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট। অবসর ঘোষণায় তিনি বলেন, ‘১৬ বছর আগে ঈশ্বর আমাকে কোস্টারিকার গোল সামলানোর প্রথম সুযোগ দেন। দিনটি আমি কখনো ভুলব না। সেই থেকে জাতীয় দলের হয়ে প্রতিটি দিনই ছিল স্বপ্ন সত্যি হওয়ার। নিজেকে আমি অনেক বেশি ভাগ্যবান মনে করি। হৃদয়ের ভেতরে অনেক কৃতজ্ঞতা আর চোখ সামনের দিকে রেখে আমি চলে যাচ্ছি। সব সময় আমার হৃদয়ে থাকবে আমাদের ভালোবাসার কোস্টারিকা, একটা ছোট দেশ কিন্তু বড় হৃদয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post