স্পোর্টস ডেস্কঃ চলতি আইপিএলে ১৪৫.৭৬ স্ট্রাইক রেট ও ৬১.৪২ গড়ে সর্বোচ্চ ৪৩০ রান বিরাট কোহলির। তবে গতকাল ৪৩ বলে ৫১ রানের ইনিংস খেলার পরও জিতেছে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেনিংয়ে নেমে যে কোহলি ধীরগতির এক ফিফটি করেন। ৪৩ বলে করেন ৫১। আইপিএলের মতো রানপ্রসবা পিচে ১১৮ স্ট্রাইকরেটটা ঠিক মানানসই নয়।
এ নিয়ে ধারাভাষ্যে সুনীল গাভাস্কার বলেন, ‘কোহলি শুধু সিঙ্গেল, সিঙ্গেল আর সিঙ্গেলই নিচ্ছে। (দিনেশ) কার্তিক আছে, (মহিপাল) লমরোর আছে। একটু ঝুঁকি নেওয়ার চেষ্টা তো করতে হবে। (রজত) পাতিদারকে দেখুন। এরই মধ্যে তিনটি ছক্কা মেরেছে ওই ওভারে। সে চাইলে সিঙ্গেল নিতে পারত বা ওয়াইডের জন্য বল ছেড়ে দিতে পারত। কিন্তু না, সে সুযোগ দেখেছে বলে ব্যাট চালিয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post