স্পোর্টস ডেস্কঃ আইপিএলে তৃতীয় জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসকে ২৪ রানে হারিয়েছে বিরাট কোহলির দল। নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি চোট পাওয়ার কারণে এই ম্যাচে ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দেন কোহলি।
গত ১৫ মাসে এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে টস করেন কোহলি। গত বছরের জানুয়ারিতে সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অধিনায়ক হিসেবে খেলেছিলেন তিনি। নেতৃত্বে ফেরার ম্যাচে ব্যাঙ্গালোরকে জয় এনে দিয়েছেন তারকা এই ব্যাটার।
মোহালিতে আগে ব্যাট করে ডু প্লেসি ও কোহলির ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানের বিশাল পুঁজি পেয়েছিল ব্যাঙ্গালোর। জবাবে খেলতে নেমে মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে পাঞ্জাব থামে ১৫০ রানে। ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
ডু প্লেসি ও কোহলির জুটিতে ১৬.১ ওভারে ১৩৭ রান জমা হয় ব্যাঙ্গালোরের স্কোর বোর্ডে। ৪৭ বলে ৫ চার ও ১ ছয়ে ৫৯ রান করে কোহলি বিদায় নেন। তাঁর বিদায়ের পর টিকতে পারেন নি গ্লেন ম্যাক্সওয়েল। আউট হওয়ার আগে ৫৬ বলে সমান ৫ চার ও ছয়ে ৮৪ রান করেন প্রোটিয়া ব্যাটার ডু প্লেসি।
৫ বলে ৭ রান করেন দীনেশ কার্তিক। পাঞ্জাবের পক্ষে ৩ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন হারপ্রীত ব্রার। এছাড়া একটি করে উইকেট নেন আর্শদীপ সিং ও নাথান ইলিস। উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন স্যাম কারান ও রাহুল চাহার।
জবাবে শুরুতেই আথার্ভা টাইদেকে হারায় পাঞ্জাব। দ্রুত ফিরে যান ম্যাথু শর্ট (৮) ও লিয়াম লিভিংস্টোন (২)। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি স্বাগতিকরা। ৩০ বলে ৪৬ রান এসেছে ওপেনার প্রাভসিমরান সিংয়ের ব্যাট থেকে। শেষদিকে জিতেশ শর্মা ২৭ বলে ৪১ রান করলে হারের ব্যবধান কমে পাঞ্জাবের।
অধিনায়ক কারান-ব্রার মিডল অর্ডারে ব্যর্থ হয়েছেন। পাঞ্জাবের নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ান চোটের কারণে আছেন মাঠের বাইরে। ফলে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন কারান। ব্যাঙ্গালোরের হয়ে মোহাম্মদ সিরাজ একাই নিয়েছেন ৪ উইকেট। ২টি উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০