কোহলির আইপিএল সেরার তালিকায় নেই কোনো ভারতীয় ক্রিকেটার

0
95

স্পোর্টস ডেস্ক:: বিরাট কোহলি, সেরাদের সেরা একজন। তবে আইপিএলের সেরা ক্রিকেটারের তালিকায় নিজেকে রাখেননি ভারতীয় এই তারকা ক্রিকেটার। প্রায় সাত হাজারের কাছাকাছি রান করা কোহলির দৃষ্টিতে তবে কে আইপিএল সেরা?

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৬ হাজার ৯০৩ রান করা ভারতীয় এই ক্রিকেটার বেছে নিয়েছেন আইপিএলের সেরা ক্রিকেটারদের। যেখানে জায়গা পাননি মহেন্দ্র সিং ধোনী, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, জাসপ্রিত বুমরাহ, সুরেশ রায়নাদের মতো তারকারা।

কোহলির দৃষ্টিতে আইপিএলের সেরা ক্রিকেটার দু’জন। ব্যাটিংয়ে এবিডি ভিলিয়াস ও বোলিংয়ে লাসিথ মালিঙ্গা। জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকরে আইপিএল সেরা ক্রিকেটার বাছাই নিয়ে তিনি বলেন, ‘কঠিন প্রশ্ন। মনে হয় এটা (আইপিএলের ইতিহাসে সেরা ক্রিকেটার) এবিডি ভিলিয়াস, নয়তো লাসিথ মালিঙ্গা।’

১৮৪টি আইপিএল ম্যাচ খেলা প্রোটিয়া তারকা এবিডি ভিলিয়ার্স রান করেছেন ৫ হাজার ১৬২। লাসিথ মালিঙ্গা খেলেছেন ১২২টি ম্যাচ। তাতে শিকার করেছেন ১৭০টি উইকেট।

আইপিএলের সেরা অলরাউন্ডারদের তালিকায়ও কোনো ভারতীয়কে রাখেননি কোহলি। ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসের সেরা অলরাউন্ডার হিসেবে শেন ওয়াটসনকে বেছে নিয়েছেন ভারতের এই তারকা। সর্বকালের সেরা স্পিনার হিসেবে বেছে নিয়েছেন আফগানিস্তানের রশিদ খানকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here