স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেছেন এই তারকা ক্রিকেটার। তাঁর বদলি হিসেবে এই দুই টেস্টের ভারত দলে সুযোগ পেয়েছেন রজত পাতিদার। আগামীকাল (বৃহস্তপিবার) হায়দ্রাবাদে শুরু হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট।
পাতিদার প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৩ ইনিংসে ৪০০০ রান করেছেন। গড় ৪৫.৯৭, শতক আছে ১২টি। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছে তাঁর। সর্বশেষ ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার জাতীয় দলে ডাক পেলেও একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম পাতিদারের।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে উইকেটকিপিংয়ে দেখা যাবেনা কেএল রাহুলকে। বিষয়টি নিশ্চিত করে ভারতের কোচ রাহুল দ্রাবিঢ় বলেন, ‘রাহুল এই সিরিজে উইকেট-কিপার হিসেবে খেলবে না। দল নির্বাচনে আমরা এনিয়ে পরিষ্কার। আরও দুইজন উইকেট-কিপারকে আমরা দলে নিয়েছি। নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকায় রাহুল দারুণ কাজ করেছে এবং সিরিজ ড্রয়ে বড় ভূমিকা রেখেছে। কিন্তু (ইংল্যান্ডের বিপক্ষে) পাঁচটি টেস্ট ম্যাচের কন্ডিশন বিবেচনায় কিপার নির্বাচন করা হবে বাকি দুইজন থেকে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post