স্পোর্টস ডেস্ক:: একটি শিরোপা পাল্টে দিয়েছে ভারত দলের চেহারা। চ্যাম্পিয়ন অধিনায়ক হয়েই অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক নীল জার্সিতে আর কখনো খেলবেন না আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট।
বিরাট কোহলির অবসরের পরপরই নিজের অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন অধিনায়ক সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্ত কথা জানিয়ে দিয়েছেন। এক রাতেই ভারত টি-২০ দলের সবচেয়ে বড় দুই তারকা ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানালেন।
বিশ্বকাপের শেষ সংবাদ সম্মলনের মাঝামাঝি সময়ে একজন সাংবাদিক রোহিত শর্মাকে প্রশ্ন করেন, আপনার নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে, আপনার কি মনে হয়, আর কিছুদিন থেকে যাবেন? কিছুক্ষণ হেসে এই প্রশ্নের উত্তরে বিরাট কোহলি বলেন, “না… না, আমারও শেষ ম্যাচ এটি…।”
অবসরের ঘোষণা দিয়ে কোহলি বলেন, “সত্যি বলতে… এই সংস্করণ খেলার শুরু থেকেই আমি উপভোগ করেছি। এই সংস্করণকে বিদায় বলে দেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ভারতের হয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল এই সংস্করণ দিয়েই। এটিই আমার চাওয়া ছিল। চেয়েছিলাম বিশ্বকাপ জিতে এরপর… (ইশারায় বিদায় বলার ভঙ্গি)…
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post