স্পোর্টস ডেস্কঃ সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ব্যাঙ্গালোর জিতেছে ৮ উইকেটে। আইপিএল ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতীয় এই তারকা ব্যাটার। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন ফাফ ডু প্লেসি।
রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮৬ রান করে হায়দ্রাবাদ। জবাব দিতে নেমে কোহলি-ডু প্লেসির ব্যাটে দারুণ শুরু পায় ব্যাঙ্গালোর। শুরু থেকেই দারুণ খেলতে থাকা কোহলি দেখা পান চার বছর পর আইপিএল সেঞ্চুরি। ৮ চার ও ১ ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।
সেঞ্চুরির দেখা পেতে কোহলির ব্যাট থেকে আসে ১২ চার ও ৪ ছক্কা। মাত্র ৬২ বলে সেঞ্চুরি করা এই ডানহাতি ব্যাটার শেষমেশ ৬৩ বলে ১০০ রান করেন মাঠ ছাড়েন। অধিনায়কোচিত হাফ সেঞ্চুরি করেন ডু প্লেসি। তিনি ৫ চার ও ১ ছক্কার সাহায্যে ৩৪ বলে হাফ সেঞ্চুরি করেন। শেষমেশ ৭ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৭১ রান করে আউট হন। শেষদিকে চার হাঁকিয়ে ব্যাঙ্গালোরের জয় নিশ্চিত করেন গ্লেন ম্যাক্সওয়েল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান তোলে হায়দ্রাবাদ। হেনরিখ ক্লাসেন বিধ্বংসী ব্যাটিংয়ে আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ৫১ বলে খেলা ১০৪ রানের এই ইনিংসে ছিল আটটি চার ও ছয়টি ছক্কার মার। ৪৯ বলে সেঞ্চুরি আসে তার ব্যাটে। এ ছাড়া শেষদিকে ১৯ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন হ্যারি ব্রুক। ব্যাঙ্গালোরের হয়ে মাত্র ১৩ রান খরচায় দুই উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post