স্পোর্টস ডেস্কঃ জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার থমাস মুলার ক্রিকেট বিশ্বকাপে ভারত দলকে শুভকামনা জানিয়েছেন। ২০১৪ বিশ্বকাপ ট্রফি জেতা এই জার্মান ফরোয়ার্ড ভারতের জার্সি পরে বিরাট কোহলির উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন। সোমবার মুলার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ভারত ও কোহলিকে শুভকামনা জানান। এসময় তিনি ভারতের বিশ্বকাপ জার্সি পরেন।
মূলত মুলারের কাছে এই জার্সি গিয়েছে টিম ইন্ডিয়ার উপহার হিসেবে। এই নিয়ে ভিডিও প্রকাশ করেছেন মুলার। উপহারের বাক্সে মুলারের নাম সম্বলিত একটি জার্সি পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট দল। জার্সিটি পেয়ে ভীষণ উচ্ছ্বসিত মুলার সেটি গায়ে জড়িয়ে ভারতীয় ক্রিকেট দলকে ধন্যবাদও জানান। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা দেখো বিরাট কোহলি। জার্সিটির জন্য ভারতীয় ক্রিকেট দলকে অনেক ধন্যবাদ। ক্রিকেট বিশ্বকাপের জন্য অনেক শুভকামনা।
গত জুন মাস থেকে অ্যাডিডাস ভারতীয় দলের কিট স্পনসর হিসেবে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে বিসিসিআইয়ের চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৮ সালের মার্চে। এদিকে আগে থেকেই মুলারের ক্লাব বায়ার্ন মিউনিখ ও জাতীয় দলের (জার্মানি) কিট স্পনসর অ্যাডিডাস। তাদের মারফতই ভারতের জার্সি জার্মানিতে মুলারের হাতে পৌঁছায় বলে জানা গেছে।
Discussion about this post