স্পোর্টস ডেস্কঃ ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচের শুরুটা ছিল শুভমান ‘গিলময়।’ ইনিংস শুরু করতে নেমে শেষ ওভারে ফেরার আগে কিউই বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি করেন তিনি। খেলেন ২০৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস।
বুধবার গিলের ১৪৯ বলের ইনিংসে ৯ ছক্কার পাশে চার ১৯টি। ওয়ানডের ইতিহাসে দ্বিশতক করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন গিল। ২৩ বছর ১৩২ দিন বয়সে কীর্তিটি গড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। এই ইনিংসের পথে ভারতের হয়ে দ্রুততম এক হাজার ওয়ানডে রানের কীর্তিও গড়েন গিল, ১৯ ইনিংসে।
ভারতের জার্সিতে ওয়ানডেতে এক হাজার রান করতে বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের লেগেছিল ২৪ ইনিংস। মাত্র ১৯ ইনিংস ব্যাট করেই তাদেরকে পিছনে ফেলেন গিল। প্রথম ওয়ানডেতে উইকেটে যাওয়ার সময় হাজার রান থেকে ১০৬ রান দূরে ছিলেন তিনি।
দ্রুততম এক হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন গিল। তার সমান ১৯ ইনিংস লেগেছিল পাকিস্তানের বাঁহাতি ব্যাটার ইমাম-উল-হকের। এই সংস্করণে দ্রুততম হাজার রানের রেকর্ড পাকিস্তানের আরেক বাঁহাতি ব্যাটার ফখর জামানের দখলে।
Discussion about this post