কোহলি, প্লেসিস, ম্যাক্সওয়েল-পুরানদের ৪২৫ রানের ম্যাচ জিতলো লক্ষ্ণৌ

0
64

স্পোর্টস ডেস্ক:: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস আর গ্লেন ম্যাক্সওয়েলদের দুর্দান্ত ইনিংস ছাপিয়ে নিকোলাস পুরান আর মার্কোস স্ট্রয়নিসের ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৪২৫ রানের ম্যাচে এক উইকেটের ব্যবধানে হারতে হয়েছে বিরাট কোহলিদের।

আগে ব্যাট করা ব্যাঙ্গালুরু তিন তারকার ফিফটিতে ২ উইকেটে ২১২ রান তুলে। জবাবে খেলতে নামা লক্ষ্ণৌ শেষ ওভারে শেষ উইকেটে গিয়ে ম্যাচ জিতেছে।

টস হেরে ব্যাট করতে নামা ব্যাঙ্গালুরু দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিসের ব্যাটেই তুলে নেয় ৯৬ রান। ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে বিরাটের বিদায়ে ভাঙে তাদের জুটি। চারটি করে চার ও ছক্কায় ৪৪ বলে ৬১ রান করেন বিরাট কোহলি। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৭৯ রানের ইনিংস খেলে থাকেন অপরাজিত। ৪৬ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন পাঁচটি করে চার ও ছক্কায়। তিন চার ও ছয় ছক্কায় ২৯ বলে ৫৯ রান করে ইনিংসের এক বল আগে সাজঘরে ফিরেন ম্যাক্সওয়েল। ২ উইকেটে ২১২ রানে থামে দলটি।

লক্ষ্ণৌর হয়ে মার্ক উড ও অমিত মিশ্রা ১টি করে উইকেট লাভ করেন।

২১৩ রানের টার্গেটে খেলতে নামা লক্ষ্ণৌ ৩৩ রানের মধ্যেই হারায় তিন উইকেট। চতুর্থ উইকেটে লুকেশ রাহুল ও মার্কোস স্ট্রয়নিসের ৭৬ রানের জুটিতে লড়াইয়ে ফিরে দলটি। ষষ্ঠ উইকেটে নিকোলাস পুরান ও আয়ুশ বাধনের ৮৪ রানের জুটিতে জয়ের পথ তৈরি করা লক্ষ্ণৌ।

ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরানের ক্যামিও ঝড়ে জয় নিশ্চিত হয় লক্ষ্ণৌর। মাত্র ১৯ বলে ৩২৬’র বেশি স্ট্রাইক রেটে ৬২ রান করেন এই ক্যারিবিয়ান। চারটি চার ও সাতটি ছক্কায় সাজান ম্যাচ জয়ী ইনিংসটি। ছয় চার ও পাঁচ ছক্কায় ৩০ বলে ৬৫ রান করেন মার্কোস স্ট্রয়নিস। তাতেই এক উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় দলটির।

ব্যাঙ্গালুরুর হয়ে সিরাজ ও পার্নেল ৩টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here