স্পোর্টস ডেস্কঃ চলতি আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে-অফে আসার গল্পটাই ছিল অন্যরকম। প্রথম ৮ ম্যাচে ৭ হারের পর তাদের বিদায় ধরে নিয়েছিল অনেকেই। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ায় বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিসরা। পরের ৬ ম্যাচ জিতে চলে আসে প্লে-অফের মঞ্চে। তবে এলিমিনেটর ম্যাচে এসে আর জয়ের ধারা অব্যাহত রাখতে পারে নি তারা। কোহলি আর বেঙ্গালুরুর আইপিএল শিরোপা জয়ের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। বুধবার এলিমেনটরে ৪ উইকেটে জিতেছে সাবেক আইপিএল চ্যাম্পিয়নরা। টানা জয়ের পর গুরুত্বপূর্ণ ম্যাচে এসে হারল বেঙ্গালুরু। তাতে আরেকবার খালিহাতে আইপিএল থেকে ফিরতে হয়েছে সময়ের অন্যতম সেরা ক্রিকেটার কোহলিকে।
আহমেদাবাদে বুধবার এলিমিনেটর ম্যাচে প্রতিপক্ষের ১৭২ রান ৬ বল বাকি থাকতে টপকে গেছে রাজস্থান। যশ্বসী জয়সওয়ালের সঙ্গে দলের ইনিংস ওপেন করছেন টম কোহলার ক্যাডমোর। খুব একটা সাফল্য পাচ্ছেন না ইংলিশ এ ক্রিকেটার। বেঙ্গালুরুর বিপক্ষে ১৫ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দলীয় ৮১ রানে জয়সওয়াল ও ৮৬ রানে সাঞ্জু স্যামসনের উইকেট হারায় রাজস্থান। জয়সওয়াল ৩০ বলে ৪৫ ও স্যামসন ১৭ রান করেন। ধ্রুব জুরেকলে নিয়ে জয়ের জন্য লড়ছিলেন রিয়ান পরাগ। জুরেল আউট হন দৌড়ে ২ রান নিতে গিয়ে। ৮ বলে ৮ রান করেন তিনি।
এরপর শিমরন হেটমায়ার ও পরাগ রাজস্থানের জয়ের ভীত শক্ত করেন। তখন জয় থেকে খুব বেশি দূরে ছিল না তারা। একই ওভারে এ দুজনকে ফিরিয়ে বেঙ্গালুরুকে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দেন মোহাম্মদ সিরাজ। পরাগ-হেটমায়ারকে শিকারের ওভারে মাত্র ৬ রান খরচ করেন তিনি। পরাগ ২৬ বলে ৩৬ ও হেটমায়ার ১৪ বলে ২৬ রান করেন। পরের ওভারে রভম্যান পাওয়েল একাই ১৪ রান নিয়ে রাজস্থানকে জয় এনে দেন। লকি ফার্গুসনের করা ওই ওভারের প্রথম দুই বলেই চার হাঁকান ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার। এরপর একটানা তিন বল ডট, শেষ বলে ছয় হাঁকিয়ে নিশ্চিত করেন জয়। ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন পাওয়েল। অশ্বিনকে কোনো বলই খেলতে হয়নি।
এর আগে রজত পতিদারের ৩৪, বিরাট কোহলির ৩৩, মহিপাল লমরের ৩২, ক্যামেরন গ্রিনের ২৭ ও ডু প্লেসির ১৭ রানে ভর করে ১৭২ রান করে বেঙ্গালুরু। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ১ উইকেট। আভেস খান ৩ উইকেট নেন ৪৪ রান দিয়ে। সন্দ্বীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল পান ১টি করে উইকেট। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট শিকার করা রবিচন্দর অশ্বিন জেতেন ম্যাচ সেরার পুরষ্কার। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি মাঠে গড়াবে আগামী শুক্রবার। এদিকে প্রথম কোয়ালিফায়ারে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ২০১২ ও ২০১৪ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে চলতি আসরে দারুণ খেলছে সাবেক চ্যাম্পিয়নরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post