স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারল না পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হয়েছে ম্যাড়ম্যাড়ে। এশিয়া কাপে সুপার ফোর পর্বে পরাশক্তি পাকিস্তানকে বড় হারের লজ্জা দিয়েছে ভারত। কলম্বোয় সোমবার আগে ব্যাট করে ৩৫৬ রানের পাহাড় গড়ে রোহিত শর্মার দল। লক্ষ্য তাড়া করতে নেমে কুলদিপ যাদবের স্পিন ভেল্কিতে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ১২৮ রানে। ২২৮ রানের রেকর্ড গড়া জয়ে সুপার ফোর পর্ব শুরু করল টুর্নামেন্টের রেকর্ড শিরোপাধারীরা।
তাড়া করতে নামা পাকিস্তান পঞ্চম ওভারে উইকেট হারায়। চোট কাটিয়ে ফেরা জাসপ্রিত বুমরাহর বলে ইমাম উল হক ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ করাতে পারেন নি। আউট সাইড এজ হয়ে গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ৯ রান করা এই ওপেনারকে। অধিনায়ক বাবরকে ১০ রানে ফেরান হার্দিক। সুবিধা করতে পারেননি মোহাম্মদ রিজওয়ানও। ৫ বলে ২ রান করে শার্দুল ঠাকুরের বলে ফিরেন তিনি।
এরপর আঘা সালমান ও ফখর জামানের জুটি বড় হতে দেননি কুলদিপ। বাঁহাতি ওপেনার ফখর করেছেন ২৭ রান। ২৩ রান করা সালমানকেও ফেনার কুলদিপ। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ইফতিখার আহেমেদের ২৩ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছেন। ব্যাটিং করতে পারেননি নাসিম শাহ ও হারিস রউফ। ফলে ১২৮ রানে থামতে হয় পাকিস্তানকে। ভারতের হয়ে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন কুলদিপ। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন বুমরাহ, হার্দিক ও শার্দুল।
এর আগে রোববার কলম্বোয় টস হেরে ব্যাট করতে নামে ভারত। সেদিন ম্যাচ মাঠে গড়ায় মাত্র ২৪.১ ওভার। এরপর হানা দেয় বৃষ্টি। রিজার্ভ ডে-তে ম্যাচের বাকি অংশ সোমবার হয়। তবে এদিনও বৃষ্টির প্রকোপে অনেকক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। এরপর ভারতকে বড় রানের ভিত্তি দেন রোহিত ও গিল। অভিজ্ঞ রোহিত ছয়টি চার ও চারটি ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন। তরুণ গিল ১০ চারের শটে ৫৮ রান করেন।
এরপর সেঞ্চুরি করেন তিনে নামা কোহলি ও ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরা রাহুল। বিরাট ৯৪ বলে ১২২ রানের হার না মানা ইনিংস খেলেন। নয়টি চার ও তিন ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরির সঙ্গে ১৩ হাজার রান পূর্ণ করেন তিনি। রাহুল ১০৬ বলে ১১১ রান করেন। তিনি ১২টি চার ও দুটি ছক্কা তোলেন। ভারত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ জমা করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০