ক্যান্সারে আক্রান্ত স্যাম বিলিংস, অল্পের জন্য বেঁচে গেছেন

0
51

স্পোর্টস ডেস্কঃ ক্যান্সারে ভুগছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার স্যাম বিলিংস। এই উইকেটরক্ষক ব্যাটার সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন বিষয়টি। বিলিংস জানিয়েছেন, তিনি মূলত স্কিন ক্যান্সারে ভুগছেন। ইংরেজী দৈনিক দ্য টেলিগ্রাফকে এই তথ্য জানিয়েছেন বিলিংস।

ত্বকের ক্যান্সারের প্রধানত তিন ধরনের। যার মধ্যে একটি হলো মেলানোমা। আর সেটিতেই ভুগছেন স্যাম বিলিংস। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নিজ দল কেন্টের নিয়মিত চেক-আপ গিয়ে এই স্কিন ক্যান্সার ধরা পড়ে বিলিংসের। যদিও খুব বেশি খারাপ অবস্থার পর্যায়ে যায়নি বলে জানিয়েছেন বিলিংস। অল্পের জন্য বেঁচে গেছেন তিনি।

বিলিংস বলেন, ‘আমার মেলানোমা ছিল ০.৬ মিলিমিটার গভীর। ০.৭ মিলিমিটার গভীর হলেই সেটি অনেক বেশি বিপদের কারণ হতে পারতো। আমি যদি সেদিন মিটিংয়ে যাবার জন্য স্ক্রিনিং টেস্ট না করতাম, তাহলে আগামী ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো আমাকে। তখন এটি আরও বেশি ভয়াবহ হতো। মার্জিনগুলো খুব ছোট, কিন্তু এগুলো ভয়ানক হয়ে উঠতে পারে।’

ইংল্যান্ডের জার্সিতে ৩ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিলিংস। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বাইরে রয়েছেন। সবশেষ গেল বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিলেন। চলতি বছর বাংলাদেশ সফরের দল থেকে নাম সরিয়ে ফেলেন পিএসএলের জন্য। যা নিয়ে বোর্ডের রোষের মুখেও পড়তে হয়। ইংলিশ অধিনায়ক জস বাটলার সরাসরি সমালোচনা করেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here