ক্যামেরণের সেঞ্চুরি, রোহিতের হাফ সেঞ্চুরিতে টিকে রইলো মুম্বাই

0
48

স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে শেষ চারের আশা বাঁচিয়ে রাখলো মুম্বাই ইন্ডিয়ান্স। ক্যামেরণ গ্রিণের সেঞ্চুরির সঙ্গে অধিনায়ক রোহিত শর্মার হাফ সেঞ্চুরিতে সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে টিকে থাকলো দলটি।

রাতের ম্যাচে ব্যাঙ্গালুরু হারলে শেষ দল হিসেবে আইপিএলের প্লে-অফ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাট টাইন্সকে হারাতে পারলে চতুর্থ দল হয়ে প্লে-অফে যাবে ব্যাঙ্গালুরু।

আইপিএলের শেষ চারের লড়াইও প্রায় শেষের দিকে। তিনটি নিশ্চিত হয়ে গেছে। শেষ দলটির জন্য লড়াই চলছে। মুম্বাই ইন্ডিয়ান্সেরও সুযোগ আছে। ৮ উইকেটের বড় ব্যবধানে হায়দ্রাবাদকে হারিয়ে সুযোগ বাঁচিয়ে রাখলো দলটি।

আগে ব্যাট করা হায়দ্রাবাদ মায়াঙ্ক আগারওয়াল ও বিবর্তন শর্মার ব্যাটে ৫ উইকেটে ২০০ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স ক্যামেরণ গ্রিণের শতক আর রোহিত শর্মার অর্ধশতকে মাত্র দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

২০১ রানের টার্গেটে খেলতে নামা মুম্বাই শুরুতেই হারায় ওপেনার ইষাণ কৃষাণকে। দলীয় ২০ রানে ব্যক্তিগত ১৪ রানে ফিরেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে দলের জয় নিশ্চিত করে ফেলেন রোহিত ও গ্রিন। ১২৮ রানের জুটিতেই ম্যাচ প্রায় শেষ করে দেন দু’জনে। দলীয় ১৪৭ রানে রোহিতের বিদায়ে ভাঙে সেই জুটি। অধিনায়ক আট চার ও এক ছক্কায় ৩৭ বলে ৫৬ রানের ঝলমলে ইনিংস খেলেন।

ক্যামেরণ গ্রিন সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন। আটটি করে চার ও ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেন তিনি। ৪৭ বলের ইনিংসে স্ট্রাইক রেট ছিলো ২১২’র বেশি। চার চারে ১৬ বলে ২৫ রানে তার সঙ্গী হন সূর্যকুমার যাদব।

হায়দ্রাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার ১টি উইকেট লাভ করেন।

টস হেরে ব্যাট করতে নামা হায়দ্রাবাদ ৫ উইকেটে ২০০ রান তুলে। দুই ওপেনারের ব্যাটেই পায় বড় রানের পূঁজি পায় দলটি। উদ্বোধনী জুটিতেই আগারওয়াল ও শর্মা তুলে নেন ১৪০ রান। ১৪তম ওভারের পঞ্চম বলে শর্মার বিদায়ে ভাঙে তাদের জুটি। নয় চার ও দুই ছক্কায় ৪৭ বলে ৬৯ রান করেন এই ওপেনার। আরেক ওপেনার আগারওয়ার থামেন ৮৩ রানে। ৪৬ বলের ইনিংসে আট চার ও চার ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়াও ১৮ রান করেছেন হেনরিকস কালাসেন। ১৩ রান এসেছে অধিনায়ক এইডেন মার্করামের ব্যাট থেকে। তাতেই ৫ উইকেটে ২০০ রান তুলেছে দলটি।

মুম্বাইয়ের হয়ে আকাশ ৪টি উইকেট নিয়েছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here