স্পোর্টস ডেস্ক:: আগের ম্যাচ জিতেই নিশ্চিত করেছে শিরোপা। পরের ম্যাচেই হারের স্বাদ পেলো বার্সেলোনা। লা লিগার চ্যাম্পিয়নরা হেরে গেছে রিয়াল সোসিয়েদাদের কাছে। শেষ মূহুর্তে লেভানডফস্কি গোলের দেখা পেলেও দলের হার এড়াতে পারেননি।
রাতের ম্যাচে সোসিয়েদাদ ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে জাভির দল। শিরোপার উদযাপন করে মাঠে নামা বার্সেলোনা হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়লো।
নিজেদের মাঠেই বিধ্বস্ত হলো চ্যাম্পিয়ন বার্সেলোনা। ক্যাম্প ন্যুতেই জাভির দলকে হারের স্বাদ দিয়েছে রিয়াল সোসিয়েদাদ। শিরোপার জয়ের উৎসব করে মাঠে নামা রাফিনহা, উসমান ডেম্বেলেরা নিজেদের মেলে ধরতে পারেননি।
প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের এক গোলে লিড নিয়ে শেষ পর্যন্ত তা ধরেও রাখে সোসিয়েদাদ। শেষ মূহুর্তে এক গোল শোধ দিয়ে নিজেদের মাঠে জাভির দল ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে।
ম্যাচ শুরুর মিনিট পাঁচেকের মধ্যেই লিড নেয় সোসিয়েদাদ। ম্যাচের ৫ম মিনিটে মিকেল মেরিনোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। পিছিয়ে পড়া চ্যাম্পিয়নরা আর প্রথমার্ধে ঘুরে দাঁড়াতে পারেনি। দুর্দান্ত এক জয় তুলে নেওয়া দলটি এগিয়ে থেকেই বিরতিতে যায়।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে রাফিনহারা গোল করতে মরিয়া হয়ে উঠে। বেশ কিছু আক্রমণও করে। তবুও কাটছিলো না গোল খরা। উল্টো ম্যাচের ৭২তম মিনিটে গোল হজম করে দলটি। অ্যালেক্সান্দার সরলথের গোলে সোসিয়েদাদ এগিয়ে যায় ২-০ ব্যবধানে। নিজেদের দ্বিতীয়ার্ধের পুরোটা সময় পর্যন্ত ধরে রাখে দলটি।
ম্যাচের অন্তিম সময়ে লেভানডফস্কি ব্যবধান কমান। ম্যাচের ৯০তম মিনিটে তার গোলে স্কোরলাইন হয় ২-১। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে হার এড়াতে পারেনি লা লিগার চ্যাম্পিয়নরা। জাভির দল ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০