নিজস্ব প্রতিবেদক:: দেশে উদযাপন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় খরস্রোতা নদ পদ্মা জয়ের। তার বাইরে থাকবেন কেন ক্রিকেটাররা। বিশ্বের বুকে যারা বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেন, সারা বিশ্বে ওড়ান বাংলাদেশের পতাকা। তারা ক্যারিবিয়ান দ্বীপে আছেন টেস্ট সিরিজ খেলতে।
সেখান থেকেই কেক কেটে পদ্মা জয়ের অংশ হন জাতীয় দলের ক্রিকেটাররা। উইন্ডিজে টিম হোটেলে ক্রিকেটাররা কেক কেটে পদ্মা জয়ের আনন্দে শরীক হন। দক্ষিণাঞ্চলের ১৯ জেলার মানুষের কাছে আজ যেনো ঈদ আনন্দের চেয়েও বড় কিছু।
বিশ্ব ব্যাংকের ষড়যন্ত্র, দেশী-বিদেশী ষড়যন্ত্র ছাপিয়ে বাংলাদেশ নিজের টাকায় পদ্মা জয় করেছে। লাখো মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। বিশ্বের অনন্য সুন্দর, শৈল্পিক আর নান্দনিক স্থাপনা পদ্মা সেতু আজ সকালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাখ লাখ মানুষ যোগ দেন পদ্মা উদ্বোধনের অনুষ্ঠানে।
দেশে থাকলে জাতীয় দলের ক্রিকেটাররাও থাকতেন পদ্মার উদ্বোধনী অনুষ্ঠানে। কিন্তুু দেশকে প্রতিনিধিত্ব করতে তারা দেশের বাইরে আছেন ক্যারিবিয়ান দ্বীপে। তাই বলে পদ্মা জয়ের আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করতে চাননি। টিম হোটেলেই কেক কেটে শরীক হন এই মহানন্দে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০