ক্যারিবিয়ান ক্রিকেটার পুরানের ঝড়ে উড়ে গেলো হায়দ্রাবাদ

0
40

স্পোর্টস ডেস্ক:: ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরানের ক্যামিও ঝড়ে সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসরে টেবিল তলানির দল হায়দ্রাবাদ। দশ দলের টুর্নামেন্টে নবম স্থানে দলটি। লখনৌর কাছে হারে তাই টেবিলের জায়গার বদল হলো না দলটির।

আগে ব্যাট করা লখনৌ প্রোটিয়া ব্যাটার ক্লাসেন ও সামাদের ঝড়ে ১৮২ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা হায়দ্রাবাদ পুরান ও মানকার্ডের ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।

১৮৩ রানের টার্গেটে খেলতে নামা হায়দ্রাবাদ অবশ্য শুরুতেই হারায় ওপেনার কাইল মায়ার্সকে। দলীয় ১২ রানে ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফিরেন তিনি। এরপরই কুইন্টন ডি কক ও মানকার্ড দারুণ ব্যাটিং করেন। তাদের সঙ্গে মার্কোস স্টয়নিস ও নিকোলাস পুরান মিলে হায়দ্রাবদে এনে দেন ৭ উইকেটের বড় জয়।

হায়দ্রাবাদের ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন পার্ক মানকাড। সাত চার ও দুই ছয়ে ৪৫ বলের ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন। ২৯ রান করেন ডি কক। ৪০ রান করেন মার্কোস স্টয়নিস। মাত্র ১৩ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন পুরান। তিন চার ও চার ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি।

হায়দ্রাবাদের হয়ে গ্লিন ফিলিপস ও অভিষেক শর্মারা ১টি করে উইকেট লাভ করেন।

এর আগে হায়দ্রাবাদের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করে ১৮২ রানের বড় পুঁজি পেয়েছে স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তাদের এই পুঁজি। আগে ব্যাট করতে নেমে ঝড়ো শুরুর পরও পাওয়ার প্লে’তে দুই উইকেট হারিয়ে বসে হায়দ্রাবাদ। এরপর মাঝে দলটি কিছু উইকেট হারিয়ে রানের চাকা ধীর গড়ে ফেলে। সেখান থেকে দলকে টেনে তুলে বড় পুঁজি এনে দিতে সহায়তা করেন হেনরিখ ক্লাসেন ও আব্দুল সামাদ।

দলের পক্ষে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ক্লাসেন। তার ২৯ বলের ইনিংসটি সাজানো ৩টি করে ছয় ও চারের মারে। ২৫ বলে ১ চার ও ৪ ছক্কার মারে ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন সামাদ। এছাড়া ৭ বাউন্ডারিতে ৩৬ রান করেন ওপেনার অমলপ্রীত সিং।

লখনৌর হয়ে অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া ২টি উইকেট নেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here